বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ শুক্রবার (১৪ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছে দিনাজপুর জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনাজপুর শিশু একাডেমিতে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করে জেলা বিএনপি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণকে সামনে রেখে আয়োজন করা হয় এ সভা। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সভায় খালেদা জিয়ার পক্ষে প্রচারণা শুরুর পাশাপাশি জেলার সব মসজিদে একই দিনে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ এবং শিগগিরই আরও একটি বৃহৎ সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে জেলা সদরের প্যারাডাইস কমিউনিটি অ্যান্ড কনভেনশন সেন্টারে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বেগম খালেদা জিয়ার সম্মানে প্রধান অতিথির চেয়ার ফাঁকা রেখে প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডা. জাহিদ হোসেন।
তরুণ ভোটারদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশে ১২ কোটি ভোটারের মধ্যে প্রায় ৪ কোটি তরুণ। তাদের অনেকেরই প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা হবে এই নির্বাচনে। তাই তরুণদের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আচরণ, বক্তব্য ও কাজকর্ম অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে।
তিনি আরও বলেন, “তরুণরা বেগম খালেদা জিয়াকে আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী হিসেবে চেনে। তাই আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে তারা আমাদের ভালোবাসে, বিশ্বাস করে। তাহলেই বিএনপি বিজয়ী হবে।”
সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলিয়া, চেম্বার সভাপতি আবু বকর সিদ্দিক এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


