ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

ব্রিফিংয়ে কাঁদলেন খালেদা জিয়ার চিকিৎসক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০২:০৫ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি- সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার ব্রিফিংয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি কয়েক মুহূর্ত চোখের পানি আটকে রাখতে পারেননি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ ঘটনা ঘটে।

ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যৌথ মেডিকেল টিমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি চিকিৎসা নিতে পারছেন এবং প্রতিটি মুহূর্তে তার চিকিৎসা প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্যের প্রেক্ষিতে দলের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হচ্ছেন।

ডা. জাহিদ আরও জানান, দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ সারা দেশের মানুষ খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করছেন। বন্ধুপ্রতিম দেশগুলোও সহযোগিতার হাত বাড়িয়েছে, বলেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি অনুরোধ করেন, আপনারা ধৈর্য ধরুন। গত ছয় বছর ধরে আপনারা আমাদের পাশে ছিলেন। আপনাদের ভালোবাসা, সহযোগিতা এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা আবারও খালেদা জিয়াকে সুস্থ দেখতে পাব ইনশাআল্লাহ।

তিনি গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে বলেন, চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল ও পরিবারের পক্ষ থেকেও সর্বোচ্চ সংযম ও সতর্কতা অবলম্বনের অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং পরে অবস্থা সংকটজনক হলে ২৭ নভেম্বর থেকে তাকে সিসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।