রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন।
ডা. জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, তিনি তা গ্রহণ করতে পারছেন। তবে বিদেশে নেওয়ার মতো অবস্থা আছে কি না তা বোর্ডের বিশেষজ্ঞরাই সিদ্ধান্ত দেবেন। বিদেশ থেকে আসা বিশেষজ্ঞরাও আজ তাকে দেখবেন। তাদের মূল্যায়নের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। তবে রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
বেগম জিয়ার চিকিৎসা নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গুজবে কান দেবেন না। চিকিৎসা সঠিকভাবেই চলছে। সরকারও সার্বক্ষণিক সহযোগিতা করছে। সংকটময় এই মুহূর্তে দেশবাসীর দোয়া আমাদের একমাত্র ভরসা। দোয়ার বরকতেই ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।
উল্লেখ্য, কিছুদিন ধরে ফুসফুসে সংক্রমণসহ জটিল শারীরিক অবস্থার কারণে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


