ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫

সমাবেশ শেষে সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কারে নেমেছে জামায়াত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১০:২৬ পিএম
সমাবেশ শেষে সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কারে নামে জামায়াত ইসলামী। ছবি- সংগৃহীত

জাতীয় সমাবেশ শেষ করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কারে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় শুরু হয় এই পরিষ্কার অভিযান।

এ তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে লেখেন, ‌‘আমরা সোহরাওয়ার্দী উদ্যান মাঠ পরিষ্কারের কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ, পুরো মাঠ পরিপূর্ণভাবে পরিষ্কার করে দেব।’

এর আগে, ৭ দফা দাবিতে শনিবার দুপুর ২টা থেকে জাতীয় সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশে সভাপতিত্ব করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন সোহরাওয়ার্দী উদ্যানে। ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ এবং ‘দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা’ স্লোগানে মুখর ছিল চারপাশ। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।

পরবর্তীতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে দলটি উদ্যানে নিজেদের ব্যবহৃত অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করে যাবার উদ্যোগ নেয়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, জনসমাগমের পর পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়টি তারা নৈতিক দায়িত্ব হিসেবে দেখছেন।