দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় অবস্থান ব্যাখ্যা করতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর মগবাজারে অবস্থিত আল ফালাহ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। তিনি বলেন, দেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী তাদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করতে এই সংবাদ সম্মেলন আহ্বান করেছে।
জামায়াত সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে আল ফালাহ মিলনায়তনের চতুর্থ তলায়, যেখানে দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের মূল বক্তব্য রাখবেন।
রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, সম্প্রতি জুলাই সনদ, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু ও বিএনপির আপিল শুনানিকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জামায়াত এই সংবাদ সম্মেলন আহ্বান করেছে।


