শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৯:৫০ পিএম

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অস্পষ্টতা রয়ে গেছে: আখতার হোসেন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৯:৫০ পিএম

সংবাদ সম্মেলনে কথা বলছেন আখতার হোসেন। ছবি- সংগৃহীত

সংবাদ সম্মেলনে কথা বলছেন আখতার হোসেন। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সরকারের জারি করা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অস্পষ্টতা রয়েছে। তিনি বলেন, এই অস্পষ্টতা দূর করা না হলে সনদের পূর্ণ বাস্তবায়ন প্রশ্নবিদ্ধ হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরের দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, ‘আমরা সরকারের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ পর্যালোচনা করেছি। আদেশ জারি করা হলেও কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে। আমাদের প্রত্যাশা ছিল, সরকার সুনির্দিষ্টভাবে উল্লেখ করবে, কীভাবে এবং কখন জুলাই সনদের সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, আদেশে অনেক বিষয় স্পষ্টভাবে বলা হয়নি। এতে সনদের কার্যকারিতা ও পূর্ণ বাস্তবায়ন প্রশ্নের মুখে পড়েছে।’

তিনি বলেন, ‘জুলাই সনদে যে গণভোটের কথা বলা হয়েছে, আদেশে তা কয়েকটি প্রশ্নে ভাগ করা হয়েছে। এর ফলে সংস্কারগুলোকে একসাথে না দেখিয়ে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করা হয়েছে। কিছু সংস্কারকে কম গুরুত্বপূর্ণ হিসেবে দেখানো হয়েছে। এটি আদেশের প্রভাবকে সীমিত করছে এবং পূর্ণ বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে।’

দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে আখতার হোসেন বলেন, ‘দুদক এখনও সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত নয়। তবে জুলাই সনদ বাস্তবায়নের আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, এটি অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে অন্তর্ভুক্ত হবে কি হবে না। এটি একটি বড় অস্পষ্টতা, যা সরকারের কার্যকারিতার ওপর প্রশ্ন তোলে।’

এনসিপি নেতা বলেন, ‘আমরা চাইছিলাম, জুলাই সনদের সমস্ত সংস্কার প্রস্তাবনা একসাথে বাস্তবায়ন হোক। কিন্তু এই আদেশে সংস্কারগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ ও অগুরুত্বপূর্ণ সংস্কার আলাদা করা হয়েছে এবং কিছু সংস্কারের বাস্তবায়ন আংশিকভাবে রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এতে আদেশের পূর্ণ বাস্তবায়ন কার্যকরভাবে সম্ভব হবে কি না, তা অজানা রয়ে গেছে। এছাড়া, যদি কমিশন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সময়মতো সিদ্ধান্ত গ্রহণ না করে, তা কী ফলাফল ডেকে আনবে, সেটিও উল্লেখ করা হয়নি।’

সংবাদ সম্মেলনে আখতার হোসেন সরকারকে দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সঠিক ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ১সরকারকে স্পষ্টভাবে জানাতে হবে, কবে এবং কীভাবে সনদের প্রতিটি সংস্কার বাস্তবায়ন হবে, যাতে জনগণের আস্থা ও ন্যায়বিচার বজায় থাকে।’

এসময় অনুষ্ঠানে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

Link copied!