বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার পর থেকে দেশে বারবার শাসক পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তিত বাংলাদেশের জনগণ এখন শাসনব্যবস্থারও পরিবর্তন চায়। ঘুষ, দুর্নীতি, দুঃশাসন এবং সামাজিক-রাজনৈতিক অনিয়মের অবসান ঘটিয়ে একটি কল্যাণমুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গড়তে চায় জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সিনিয়র প্রচার সহকারী মুজিবুর আলম।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে ইনশাআল্লাহ। আপনাদের মতো এলাকার বিশিষ্টজনেরা আমাদের কল্যাণ রাষ্ট্রের রূপরেখা মানুষের কাছে পৌঁছে দেবেন। ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাবেন।
স্বাধীনতার ৫৪ বছরের বিভিন্ন শাসনব্যবস্থার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন এবং বিরোধী মতের ওপর নির্যাতন ছিল সে সব শাসনের বৈশিষ্ট্য। বারবার শাসক পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। তাই জনগণের ভাগ্যোন্নয়নে জামায়াতে ইসলামী দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
সভা শেষে মিয়া গোলাম পরওয়ার অসুস্থ জামায়াত নেতা এডভোকেট ফিরোজ কবিরের সহধর্মিণী এবং মাওলানা খলিলুর রহমানকে দেখতে যান। তাদের আশু সুস্থতার জন্য দোয়া করেন।
সকাল ১০টায় তিনি নবাগত ইউএনও সূচী রানী সাহার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান। পরে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত শিক্ষক এনায়েতুল্লাহর কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এরপর ফুলতলার জামিরা বাজারে গণসংযোগ করেন।
সকাল ১১টায় তিনি ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের থুকড়া বাজারে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাকে স্বাগত জানাতে অনেকে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়ান। তার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মুন্সি মিজানুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসসহ জামায়াত, শ্রমিক ও ছাত্রশিবিরের নেতারা।
পরে তিনি বিএনপি নেতা গাজী আব্দুর রউফের সঙ্গে সাক্ষাৎ করেন এবং অসুস্থ সাবেক ইউপি চেয়ারম্যান শেখ বদরুজ্জামান তসলিমের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। বাদ আসর তিনি মাগুরাঘোনা ইউনিয়নের আরসনগরে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সেখানে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বাদ মাগরিব তিনি ডুমুরিয়া উপজেলা হিন্দু ধর্মীয় কমিটির সভায় অংশ নেন। সভায় হিন্দু কমিটির সহ-সভাপতি ডা. হরিদাস মণ্ডল, সেক্রেটারি অধ্যক্ষ দেবপ্রসাদ মণ্ডলসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন