কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেছে জামায়াতে ইসলামীর গুলশান পশ্চিম থানা মহিলা বিভাগ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা–১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. খালিদুজ্জামানের সহধর্মিণী ডা. উম্মে হাবীবা শারমীন।
এ ছাড়া উপস্থিত ছিলেন গুলশান পশ্চিম থানা মহিলা বিভাগের সেক্রেটারি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থী হুসনা হক, মহিলা বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে বস্ত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
গত ২৫ নভেম্বর রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই সর্বস্ব হারিয়েছেন হাজারো বাসিন্দা। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় দেড় হাজার ঘর। ঘরবাড়িহীন হয়ে খোলা আকাশের নিচে দিন কাটছে ভুক্তভোগীদের। ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় তারা।
বস্তিবাসীর বিলাপ এখন শুধুই সর্বস্ব হারানোর বেদনা। ঐদিন বিকেল পর্যন্ত যাদের মাথা গোঁজার ঠাঁই ছিল, মুহূর্তেই তা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এখন সম্বল শুধু আকাশ আর পোড়া ঘরের ধ্বংসাবশেষ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন