আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।
তিনি লেখেন, ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত এই প্রতিবাদী মিছিলে এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ থেকে শুরু করে ছাত্র, যুব, শ্রমিক, নারীসহ সকল ইউনিটের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন