বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর-এর জন্য ৩০ জন খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। এবারের তালিকায় সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে ফরাসি জায়ান্ট ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)।
গত মৌসুমে তাদের অসাধারণ সাফল্যের প্রতিফলন হিসেবে ক্লাবটির মোট ৯ জন খেলোয়াড় মনোনয়ন পেয়েছেন। আগামী ২২ সেপ্টেম্বর, প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হবে ব্যালন ডি’অর বিজয়ীর নাম।
গত মৌসুমে পিএসজি ফ্রান্সের সবগুলো শিরোপা ঘরে তোলে এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে রানার্সআপ হয়। এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে উসমান দেম্বেলে, জিয়ানলুইজি দোনারুমা, আশরাফ হাকিমি, খিচা কাভারেস্কাইয়া, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ফাবিয়ান রুইজ, ভিতিনহা এবং দেজিরে দুয়ে মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছেন।
পিএসজির পাশাপাশি, অন্যান্য বড় ক্লাবগুলো থেকেও বেশ কয়েকজন তারকা খেলোয়াড় এই সম্মানজনক তালিকায় স্থান পেয়েছেন।
রিয়াল মাদ্রিদ: জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়ুস জুনিয়র।
বার্সেলোনা: রবার্ট লেভানদোভস্কি, পেদ্রি, রাফিনহা এবং লামিনে ইয়ামাল।
লিভারপুল: অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ভার্জিল ফন ডাইক, মোহাম্মদ সালাহ এবং ফ্লোরিয়ান ভির্টজ।
আর্সেনাল: ভিক্টর গিওকেরেস এবং ডেকলান রাইস।
এই তালিকায় অন্যান্য উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড, বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন এবং ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ।
গত মৌসুমে চেলসির হয়ে দুর্দান্ত পারফর্ম করা কোল পালমার-ও জায়গা পেয়েছেন।
আপনার মতামত লিখুন :