ঢাকা বুধবার, ২৩ জুলাই, ২০২৫

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৬:২৫ পিএম
নাঈম শেখ। ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ। টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক।

আজ মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

এদিন বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে আসেন পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ। দলীয় ৫ রানের মাথায় ফাহিম আশরাফের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাঈম শেখ।

আউট হওয়ার আগে ৭ বল মোকাবেলা করে মাত্র ৩ রান সংগ্রহ করেন নাঈম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩.১ বলে ১ উইকেট ১৪ রান। ৭ বলে ৭ রানে খেলছেন লিটন কুমার দাস এবং ৫ বলে ২ রানে ব্যাট করছেন পারভেজ হোসেন ইমন।

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জয় পায় টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জং নিশ্চিত করবে লিটন দাসের দল।

আজকের খেলায় দুই দলের একাদশ

বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তানের একাদশ: সালমান আলি আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), খুশদিল শাহ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ দানিয়েল।