পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।
এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা।
আজ মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
এদিন বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে আসেন পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ। দলীয় ৫ রানের মাথায় ফাহিম আশরাফের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাঈম শেখ।
আউট হওয়ার আগে ৭ বল মোকাবেলা করে মাত্র ৩ রান সংগ্রহ করেন নাঈম। নাইম ফেরার পর লিটনকে সাথে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন পারভেজ হোসেন ইমন।
কিন্তু তা আর পারলেন না লিটন ও ইমন। দলীয় ২৫ রানের মাথায় দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারিয়ে ফেলে টাইগররা। তার ৬ বল পর আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
দলীয় ২৮ রানের মাথায় ক্যাচ আউট হয়ে সাজঘরের পথ ধরেন ইমন। আউট হওয়ার আগে ১৪ বলে ১ চার ও ১ ছক্কায় ১৩ রান সংগ্রহ করেন ইমন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৯ রান।
এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জয় পায় টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জং নিশ্চিত করবে লিটন দাসের দল।