বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয়বারের মতো সিলেটের জার্সিতে মাঠ মাতাতে যাচ্ছেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। ২০২৩ সালে সবশেষ বিপিএলে তিনি খেলেছিলেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে।
এবার দলটির নাম পরিবর্তন হয়ে হয়েছে সিলেট টাইটানস, আর নতুন এই অভিযানে সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছেন আমির।
এর আগে বিপিএলে বিভিন্ন নামে অংশ নিলেও এখনো শিরোপার স্বাদ পায়নি সিলেট। তবে এবার সেই আক্ষেপ ঘোচানোর প্রত্যয় ঝরেছে মোহাম্মদ আমিরের কণ্ঠে।
এক ভিডিও বার্তায় তিনি সিলেটি ভাষায় চ্যাম্পিয়ন হওয়ার ইঙ্গিত দিয়েছেন। ৩৩ বছর বয়সী এই তারকা পেসার বলেন, আমরা হক্কল সিলেটি, আমরা টাইটানস। ইবার কিন্তু ওইযিবো…’—যা ইতোমধ্যে ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা ছড়িয়েছে।
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএল নিয়ে দারুণ উচ্ছ্বসিত আমির। আরেকটি বার্তায় তিনি বলেন, হ্যালো, আমি মোহাম্মদ আমির।
এবারের বিপিএলে সিলেট টাইটানসের হয়ে খেলতে সত্যি মুখিয়ে আছি। দলের সঙ্গে যোগ দিতে আর অপেক্ষা সইছে না। আপনাদের সমর্থন আর ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। চলেন, এবার বড় কিছু অর্জন করি।


