রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ১০:৪৩ এএম

এমবাপের জোড়া গোলে রিয়ালের বড় জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ১০:৪৩ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

একদিন আগেই প্রথমবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। গত মৌসুমে লা লিগার ৩৪ ম্যাচে ৩১ গোল তাকে এই পুরস্কার এনে দেয়। পরদিন মাঠে নেমেই জোড়া গোল করলেন এমবাপে। পাশাপাশি জুড বেলিংহ্যাম ও আলভারো কারেরাসের গোলে ভ্যালেন্সিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল। অবশ্য ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি মিস না করলে ব্যবধান আরও বাড়ত।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল (শনিবার) রাতে জাবি আলোনসোর দল একপেশে দাপটই দেখিয়েছে। ৬৬ শতাংশ পজেশনের পাশাপাশি ১৯ শট নিয়ে ১০টিই লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা। বিপরীতে স্রেফ ৩ শটের মধ্যে দুটি লক্ষ্যে ছিল ভ্যালেন্সিয়ার।

এই জয়ে লস ব্লাঙ্কোসরা লা লিগার শীর্ষস্থান আরও সংহত করলো। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ৩০। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল দুই এবং একটি কম খেলে ২২ পয়েন্ট পাওয়া বার্সেলোনা তিনে রয়েছে।

প্রতিপক্ষের রক্ষণকে তটস্থ রেখে ম্যাচের ১৯ মিনিটে লিড নেয় রিয়াল। প্রতিপক্ষ ডিফেন্ডারের হ্যান্ডবলের সুবাদে তারা পেনাল্টি পায়। এল ক্লাসিকোয় পেনাল্টি মিস করা এমবাপে স্পট কিকে গোল করলেন এবার। যা লা লিগায় তার টানা আট ম্যাচেই গোল।

৩১ মিনিটে তিনি দ্বিতীয় গোলও পেয়ে যান। আর্দা গুলারের ক্রসে বল পেয়ে ভলিতে গোলটি করেন এমবাপে। গোল্ডেন বুট জেতা এই ফরাসি অধিনায়ক এবারও এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোলদাতা। ১১ ম্যাচে তিনি গোল ১৩তম গোল করলেন।

বিরতির আগে ৪৪ মিনিটে রিয়ালের পক্ষে ব্যবধান আরও বাড়ালেন বেলিংহ্যাম। টানা তৃতীয় ম্যাচে তিনি গোল করলেন। ফেদরিকো ভালভার্দের পাস ধরে এই ইংলিশ মিডফিল্ডার ডি-বক্সের বাইরে একজনের চ্যালেঞ্জ সামলে জোরালো শটে বল জালে জড়ান।

চোট কাটিয়ে ফেরার পর পুরোদমে ছন্দ ফিরলেন এল ক্লাসিকো জয়ের অন্যতম নায়ক বেলিংহ্যাম। অবশ্য তার মিনিট তিনেক আগে ভিনিসিয়ুস পেনাল্টি মিস করেছেন। কারেরাস প্রতিপক্ষের ডি বক্সে ফাউলের শিকার হলে ভিনির নেওয়া শট ঠেকান ভ্যালেন্সিয়া গোলরক্ষক।

এদিন মৌসুমে প্রথমবার এন্ড্রিক ফিলিপেকে বদলি হিসেবে মাঠে নামান আলোনসো। এরপর রিয়ালের খেলার ধারায়ও হালকা পরিবর্তন আসে। ৮২ মিনিটে রদ্রিগোর একটি প্রচেষ্টা রক্ষণে পরাস্ত হলেও স্প্যানিশ ডিফেন্ডার কারেরাস আচমকা শটে স্কোরশিটে নাম তোলেন। ৪-০ ব্যবধানে বড় জয় নিশ্চিত করে রিয়াল।

Link copied!