তীর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে এক অবিস্মরণীয় কীর্তি স্থাপন করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো কম্পাউন্ড মিক্সড ডাবলসে ইভেন্টের ফাইনালে উঠে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে স্বাগতিক দেশের আর্চারি জুটি বন্যা আক্তার ও হিমু বাছাড়।
আজ বুধবার (১২ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বিশ্ব আর্চারিতে পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে ১৫৮-১৫৩ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে এই বাংলাদেশি জুটি।
সেমিফাইনালে কোরিয়ার শক্তিশালী জুটির বিপক্ষে বন্যা ও হিমু বাছাড় শীতল মাথায় ও নিখুঁত লক্ষ্যে তীর ছুঁড়েছেন। চার সেটের এই কঠিন লড়াইয়ে তারা স্কোরলাইনে ৩৭-৩৯, ৩৮-৩৯, ৩৯-৪০, এবং ৩৯-৪০ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেন।
আগামীকাল বৃহস্পতিবার, ফাইনালের মঞ্চে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে প্রতিবেশী দেশ ভারত।
হিমু বাছাড় বলেন, ফাইনালে উঠেছি, এটা আমাদের দুজনের জন্যই আনন্দের। এর আগে আমরা তিন-চারটি আন্তর্জাতিক ইভেন্ট একসঙ্গে খেললেও কোনো পদক পাইনি। এই প্রথমবার ফাইনালে উঠলাম। দেশের জন্য ভালো কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নামব।
বন্যা আক্তার বলেন, এ পর্যন্ত আমাদের খুব ভালো ফল হয়নি। আশা করছি এবার হবে। গত বছর ভুটানে ব্যক্তিগত ইভেন্টে রুপা পেয়েছিলাম। জাতীয় দলে আছি নয় বছর ধরে— এবার চাই দেশের জন্য সোনা বয়ে আনত।


