ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

শীতের পরশ এবার রাজধানীতে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ১১:৩৮ এএম
উত্তরের হিমেল হাওয়া ছুঁয়ে গেল ঢাকাকে। ছবি- সংগৃহীত

উত্তরাঞ্চলের পর এবার রাজধানী ঢাকাতেও শীতের আমেজ বইতে শুরু করেছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আজ ও আগামীকাল (১৩ নভেম্বর) রাতে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে সংস্থাটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, আজ রাত থেকে আগামীকাল ভোর পর্যন্ত ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এ অবস্থায় রাজধানীবাসী হালকা শীতের অনুভূতি পাবে, যা শীত মৌসুমের আগমনের ইঙ্গিত দেবে।

তবে এই তাপমাত্রা পতন দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছে সংস্থাটি। আগামী ১৫ নভেম্বর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, ফলে শীতের তীব্রতা কিছুটা কমবে।

বিডব্লিউওটি আরও জানায়, দিনের তাপমাত্রা আপাতত খুব বেশি কমার সম্ভাবনা নেই। নভেম্বর মাসজুড়ে ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করতে পারে। অর্থাৎ, দিনে গরম অনুভূত হলেও রাতের দিকে ঠান্ডা ভাব স্পষ্ট হবে।

এদিকে, বুধবার সকালে ঢাকার তাপমাত্রা নেমে এসেছে ২০ ডিগ্রি সেলসিয়াসে, যা গত কয়েক দিনের তুলনায় কিছুটা কম। এতে রাজধানীবাসী শীতের আগমনী স্পর্শ অনুভব করতে শুরু করেছে।