অভিবাসন প্রয়োগকারী সংস্থার সঙ্গে অনুদান সংযুক্ত করার অভিযোগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ২০টি রাজ্যের অ্যাটর্নি জেনারেলের একটি জোট। চলমান অভিবাসন প্রয়োগ প্রচেষ্টায় রাজ্যের অংশগ্রহণের সঙ্গে ফেডারেল অনুদান তহবিলের সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তা চ্যালেঞ্জও করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা।
আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজ্য ও স্থানীয় সরকারগুলোকে ফেডারেল অভিবাসন প্রয়োগের জন্য তাদের সম্পদ ব্যবহার করতে বেআইনিভাবে বাধ্য করার ক্ষমতা নেই। এবং তাদের তা করতে বাধ্য করার প্রচেষ্টা স্পষ্টতই অবৈধ।’
শীর্ষ রাজ্যগুলোর প্রসিকিউটরদের দলটি ফেডারেল আদালতে দুটি মামলা দায়ের করেছে। তার মধ্যে মার্কিন পরিবহন বিভাগ ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ প্রদত্ত কোটি কোটি ডলারের অনুদানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এমন শর্তগুলির দিকে লক্ষ্য রেখে। তাদের মামলায় রাজ্য কর্মকর্তারা যুক্তি দেন যে, ‘এটি কংগ্রেস কিংবা নির্বাহী শাখা নয়, ফেডারেল ব্যয় নির্ধারণ করছে’।
মামলার বাদীরা বলছেন, অভিবাসনের সঙ্গে অনুদানের কোনো সম্পর্ক নেই। বরং রাস্তাঘাট ও আকাশপথ রক্ষণাবেক্ষণ, সন্ত্রাসবাদ-বিরোধী প্রচেষ্টা এবং জরুরি প্রস্তুতির জন্য ব্যবহৃত হয়।
বন্টা বলেন, ‘প্রেসিডেন্ট আমাদের রাস্তাঘাটের উন্নতি, আকাশপথ, জরুরি অবস্থা ও সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সুরক্ষার জন্য তহবিল বরাদ্দের হুমকি দিচ্ছেন। যদিও রাজ্যগুলো তার দাবি মানতে নারাজ। কারণ এই তহবিলগুলোর অভিবাসন আইন প্রয়োগ ও আমাদের সম্প্রদায়ের নিরাপত্তার সঙ্গে কোনও সম্পর্ক নেই।’
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করা জোটের মধ্যে রয়েছে- ক্যালিফোর্নিয়া, ইলিনয়, নিউ জার্সি, রোড আইল্যান্ড, মেরিল্যান্ড, কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়্যার, হাওয়াই, মেইন, ম্যাসাচুসেটস, মিশিগান, মিনেসোটা, নেভাদা, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, ওরেগন, ভার্মন্ট, ওয়াশিংটন এবং উইসকনসিন।
সূত্র: সিএনএন
আপনার মতামত লিখুন :