আজারবাইজান থেকে ফেরার পথে তুরস্কের একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে জর্জিয়া-আজারবাইজান সীমান্তের কাছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, “আজারবাইজান থেকে দেশে ফেরার পথে একটি সি-১৩০ কার্গো বিমান জর্জিয়া সীমান্তের কাছে বিধ্বস্ত হয়েছে।”
দুর্ঘটনার পরপরই আজারবাইজান ও জর্জিয়ার কর্তৃপক্ষ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। এ ঘটনায় অন্তত ২০ জনের মত নিহত হয়েছেন বলে জানা গেছে।
জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের বিবৃতিতে বলা হয়, তুরস্কগামী একটি সামরিক বিমান আজারবাইজান সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে জর্জিয়ার ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
সূত্র: এএফপি

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন