ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

ইউরোপ যুদ্ধ চাইলে আমরা প্রস্তুত: সতর্কবার্তা পুতিনের

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৪:৫৯ এএম

ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানে নতুন তৎপরতার মধ্যেই ইউরোপকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

তিনি বলেছেন, ইউরোপ যদি যুদ্ধ শুরু করতে চায়, রাশিয়া এর জন্য ‘এখনই প্রস্তুত’। একই সঙ্গে ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে শান্তি প্রচেষ্টা ভেস্তে দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার ক্রেমলিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন পুতিন।

প্রায় চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তৎপরতা বেড়েছে। এর অংশ হিসেবে গত রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরোভ।

এরই ধারাবাহিকতায় মার্কিন প্রতিনিধিদল মস্কোতে পুতিনের সঙ্গে আলোচনায় বসে। বৈঠকের আগে পুতিন বলেন, আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ চাই না। কিন্তু যদি ইউরোপ চায়, তবে আমরা প্রস্তুত। তাদের কোনো শান্তিপূর্ণ এজেন্ডা নেই, তারা যুদ্ধের পক্ষেই রয়েছে।

রুশ প্রেসিডেন্ট অভিযোগ করেন, ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নেওয়া শান্তি উদ্যোগকে বাধাগ্রস্ত করছে। তার ভাষায়, ‘ট্রাম্পের সাম্প্রতিক পরিকল্পনায় ইউরোপ যে নুন প্রস্তাব যোগ করছে, সেগুলোর লক্ষ্য একটাই—শান্তি প্রক্রিয়া নস্যাৎ করা। তারা জানে, এসব প্রস্তাব রাশিয়া মেনে নেবে না।’

এর আগে ক্রেমলিনে উইটকফ ও কুশনারকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, ‘আপনাদের পেয়ে আমি খুশি।’ জবাবে উইটকফ বলেন, ‘মস্কো একটি চমৎকার শহর।’

রয়টার্স জানায়, বৈঠকটি চার ঘণ্টারও বেশি সময় ধরে চলে। আলোচনায় পুতিনের দুই ঘনিষ্ঠ সহযোগী কিরিল দিমিত্রিয়েভ ও ইউরি উশাকভ উপস্থিত ছিলেন।