লন্ডনের ব্যস্ততম বিমানবন্দর হিথ্রোতে পেপার স্প্রে–জাতীয় রাসায়নিক ছিটিয়ে হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ।
পুলিশের ভাষ্য, টার্মিনাল–৩–এর মাল্টিস্টোরি কার পার্ক এলাকায় কিছু লোকের মধ্যে বাগ্বিতণ্ডা থেকে সহিংসতার সূত্রপাত হয়। হামলার সঙ্গে সন্ত্রাসবাদ বা কোনো ধরনের বিক্ষোভের সম্পর্ক নেই বলেও নিশ্চিত করেছে পুলিশ।
এ ঘটনায় পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আরও ১৬ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয় অ্যাম্বুলেন্স সার্ভিস। হামলার পর বিমানবন্দর এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয়। বহু যাত্রী লাগেজ হাতে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন।
হিথ্রো কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি পরিষেবার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। যাত্রীদের সতর্ক করে বলা হয়েছে, গাড়ির টানেলের ভেতর দিয়ে হেঁটে টার্মিনালে যেতে নিষেধ; ওই পথ এখন শুধুই যান চলাচলের জন্য খুলে রাখা হয়েছে।
বিশৃঙ্খলার মধ্যে কেউ কেউ ট্যাক্সি থামানোর চেষ্টা করলে কর্তৃপক্ষ জানায়, যেসব যাত্রী হেঁটে রওনা দিয়েছেন, তাদের জন্য বাসের ব্যবস্থা করা হবে। তবে কেউই পায়ে হেঁটে টার্মিনালের দিকে যেতে পারবেন না। যাত্রীদের ভ্রমণের জন্য অতিরিক্ত সময় হাতে রাখার পরামর্শও দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন