ইউক্রেনে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। অন্যদিকে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনও। হামলায় ইউক্রেনে ৫ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে। তবে, রাশিয়ায় হতাহতের তথ্য জানা যায়নি।
শুক্রবার (১৪ নভেম্বর) আল জাজিরার খবরে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন রুশ হামলার প্রতিক্রিয়ায় নতুন প্রজন্মের দীর্ঘ-পাল্লার ‘লং নেপচুন’ ক্রুজ মিসাইল ব্যবহার করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক্স-এ দেয়া বার্তায় তিনি জানান, ইউক্রেনীয় বাহিনী রাতভর রুশ বাহিনীর নিক্ষেপ করা মোট ১৪টি মিসাইল নিষ্ক্রিয় করেছে, যার মধ্যে দুইটি অ্যারোব্যালিস্টিক ও ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছিল।
এর বিপরীতে রাশিয়ার অভ্যন্তরেও ইউক্রেন সফলভাবে নিজ দেশে তৈরি ‘লং নেপচুন’ মিসাইল ছুড়েছে। গেল আগস্টে উন্মোচিত এ মিসাইল সর্বোচ্চ এক হাজার কিলোমিটার দূরত্বে লক্ষ্যভেদ করতে সক্ষম। এর পূর্ববর্তী সংস্করণের পাল্লা ছিল মাত্র ৩০০ কিলোমিটার।
জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার চলমান সন্ত্রাসের জবাবে এটি আমাদের ন্যায়সংগত প্রতিক্রিয়া। প্রায় প্রতি মাসেই আমাদের মিসাইল হামলা আরও কার্যকর ও নিখুঁত হচ্ছে।’
ইউক্রেনের রাজধানীর মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, ভোর থেকেই কিয়েভের প্রায় প্রতিটি জেলায় ব্যাপক হামলা হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকোর মতে, রুশ হামলায় কমপক্ষে চারজন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর চর্নোমরস্কেও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এত দুইজন নিহত এবং আরও অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার। টেলিগ্রামে দেয়া বার্তায় তিনি জানান, হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এদিকে আরও দুটি ইউক্রেনীয় গ্রাম দখল করেছে রুশ বাহিনী। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের রিহ এবং ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের ওরেস্তোপিল দখলের এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।



