ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

পল্লবীতে ছুরিকাঘাতে  ছেলে খুন, বাঁচাতে গিয়ে বাবা আহত 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০১:৩৫ এএম
  • যাত্রাবাড়ীতে দগ্ধ শিশুর মৃত্যু 

রাজধানীর মিরপুর পল্লবীতে রিফাত খান (২১) নামে এক যুবককে খুন করা হয়েছে। ছেলেকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন বাবা সাগর খান। গতকাল সোমবার দুপুর পৌনে ২টার দিকে মিরপুর-১২, সি ব্লকের ৯ নম্বর রোডে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে বিকেল ৪টার দিকে মারা যান রিফাত। এদিকে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধের ঘটনায় বাবার পর চিকিৎসাধীন অবস্থায় ছেলে তানভীরের (৯) মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৭টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় সে। এর আগে, ২৪ সেপ্টেম্বর মারা যান তার বাবা তুহিন হোসেন (৩৮)।

পল্লবীতে নিহত রিফাতের বাবা সাগর খান জানান, রিফাত আগে গার্মেন্টসে চাকরি করলেও বর্তমানে বেকার ছিল। একটি কাজে শেওড়াপাড়া যাওয়ার কথা বলে বাসা থেকে দুপুরে বের হয়। কিছুক্ষণ পর আমাকে একজন কল করে জানায়, রিফাতকে মিরপুর-১২ নম্বর পুরাতন থানার সামনের রাস্তায় ১৫-২০ জন যুবক আটকে রেখেছে। সেখানে গিয়ে রিফাতকে আটকিয়ে রাখার কারণ জানতে চাই। এ সময় যুবকরা জানায়, টাকা-পয়সার লেনদেন নিয়ে ঝামেলা আছে। পরে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে রিফাতের বুকে ছুরিকাঘাত করে। তাকে বাঁচাতে গেলে তারা আমার পিঠেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। আমার ছেলের সঙ্গে তাদের কি নিয়ে দ্বন্দ্ব ছিল জানি না। 

এদিকে যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে তানভীরের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তানভীরের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। এই ঘটনায় তার মা ইভা ৮ শতাংশ, ভাই তাওহীদ ১৫ শতাংশ পুড়ে গিয়েছিল। গত ২০ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে একটি বাড়ির ৭ম তলায় এই দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন তারা।