অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ গতকাল সোমবার এই আদেশ দেন।
দুদক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম বলেন, শুনানিতে সাবেক বিচারপতি মানিককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন। এরপর তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
দুদকের উপসহকারী পরিচালক পাপন কুমার শাহ গত ১১ সেপ্টেম্বর মানিকের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা করেন। গত বছরের ২৩ আগস্ট কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। এরপর সিলেট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস সাবেক বিচারপতির জামিন মঞ্জুর করলেও তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি তিনি। পরে সিলেট থেকে তাকে ঢাকায় আনা হয়। জুলাই আন্দোলনের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। নেওয়া হয় রিমান্ডেও।
মামলার অভিযোগে বলা হয়, বিচারপতি হিসেবে কর্মরত থাকাকালে শামসুদ্দিন চৌধুরী মানিক ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার সম্পদ অর্জন করেন। মামলায় এসব সম্পদের মালিকানা অর্জন করে তা দখলে রাখা এবং হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।