ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

আখাউড়ায় ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৩:১৮ পিএম
আখাউড়া স্টেশন। ছবি- সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রেনে কাটা পড়ে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। খবর পেয়ে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ওই স্থান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

স্থানীয় লোকজন সকাল ১০টার দিকে দরুইন এলাকায় রেললাইনের ওপরে খণ্ডিত মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ওই স্থান থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে।

এক সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই যুবকের নাম কবির। তার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। সে তার খালার বাড়ি উপজেলার জাঙ্গাল এলাকায় বেড়াতে এসেছিলেন।

পুলিশ জানায়, এখন পযর্ন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরিচয় পেতে চেষ্টা চলমান রয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকালের কোনো এক ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।