‘আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার মেডিকেল ফ্যাকালটি স্কুল অব পাবলিক হেলথ এন্ড লাইফ সাইন্সসের ডিওএলভি এলামনাই এসোসিয়েশন উদযাপন করেছে ‘বিশ্ব দৃষ্টি দিবস- ২০২৫’।
শুক্রবার (১০ অক্টোবর) আমিনবাজারে বর্ণাঢ্য র্যালি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সুমনা আলমের উপস্থাপনায় অনুষ্ঠানের আলোচনা পর্ব শুরু হয়।
স্কুল অব পাবলিক হেলথ এন্ড লাইফ সাইন্সসের ডিন অধ্যাপক ডাঃ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এম এ ওয়াদুদ মন্ডল, বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার রেজিস্ট্রার মো. কামরুজ্জামান, স্কুল অব আর্ট এন্ড সোশ্যাল সাইন্সসের ডিন অধ্যাপক ইরশাদ আহমেদ শাহীন, সহকারী রেজিস্ট্রার মো. জহুরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোহাম্মদ সালাহ্ উদ্দিন, ডিওএলভি এলামনাই এসোসিয়েশনের সভাপতি লায়ন, শহীদুল আজম রাসেল, সেক্রেটারি মো. ওবায়দুল হক ওপি, কোষাধ্যক্ষ মোহাম্মদ আল-আমিনসহ ডিওএলভি এলামনাই এসোসিয়েশনের প্রায় দুই শতাধিক সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা চক্ষু পরিচর্যার ও দৃষ্টি সুরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার জন্য পরামর্শ দেন যেটা দৃষ্টিপ্রতিবন্ধীকতার হার কমবে বলে মনে করেন তারা।