ঢাকা বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

ইউএনও’কে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৭:৫৯ পিএম
শিক্ষাবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলমকে বিদায় সংবর্ধনা। ছবি- রূপালী বাংলাদেশ

‘গুণীজনের বিদায়ী ক্ষণ, মনে রাখবে আজীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষাবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টার দিকে ইউএনও’র সরকারি বাসভবন থেকে যথাযথ সম্মান দিয়ে মোটরসাইকেল বহরের মধ্যে সুসজ্জিত একটি প্রাইভেটকারে তাকে স্বপরিবারে শিক্ষকরা বহন করে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়ে আসেন।

অনুষ্ঠানে বক্তারা মনজুরুল আলমের কর্মদক্ষতা, সততা ও শিক্ষার মানোন্নয়নে তার আন্তরিক ভূমিকার প্রশংসা করেন।

তারা বলেন, তিনি শুধু প্রশাসনিক কর্মকর্তা নন, শিক্ষকসম, প্রেরণাদায়ী একজন মানুষ।

শেষে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।

এর আগে মঙ্গলবার রাত ৮টায় ইউএনও মনজুরুল আলমকে আক্কেলপুর থিয়েটারের পক্ষ থেকে রাজসিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ইউএনও মনজুরুল আলমকে রাজা যেমন রাজ দরবারে প্রবেশ করেন, ঠিক সেই ভঙ্গিতে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। তার আগমনেই অনুষ্ঠানস্থল করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ওয়ালিউল্লাহ শেখ, প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা আব্দুল মতিন, আক্কেলপুর থিয়েটারের সহসভাপতি আব্দুর রহিম হেলাল, সাধারণ সম্পাদক মলয় কুমার দাস ও সহসাধারণ সম্পাদক আইয়ুব আলী।

উল্লেখ্য, মনজুরুল আলম সম্প্রতি বগুড়ার শেরপুর উপজেলায় বদলি হয়েছেন।