জয়পুরহাটে দিন দিন জনপ্রিয় হচ্ছে করলা চাষ
অক্টোবর ১৮, ২০২৫, ১১:৪৫ এএম
জয়পুরহাটের দিগন্ত মাঠ জুড়ে মাচায় ঝুলছে সবুজ করলা। এ দৃশ্য ক্ষেতলাল উপজেলার হাটশহর, বাখরা, মুনঝাড়সহ কয়েকটি (কলিঙ্গা, ঘুগোইল, কুসুমশহর, আটিদাশড়া, কোনিয়াপাড়া) গ্রামের মাঠগুলোতে। মানুষ এই গ্রামগুলোকে চেনে করলা গ্রাম নামে। এক সময় এখানকার দুই-একজন কৃষক করলা চাষ করলেও এখন শতভাগ পরিবার কোনো না কোনোভাবে করলা চাষের সঙ্গে যুক্ত।
বছরের বেশিরভাগ সময়জুড়ে...