জয়পুরহাটের আক্কেলপুরে ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় সংঘটিত নৃশংস ‘পল্টন হত্যাকাণ্ড’-এর বিচার ও সংশ্লিষ্ট খুনি সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় আক্কেলপুর কলেজ বাজারের ধানাহাটি মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা শফিউল হাসান দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এস. এম. রাশেদুল আলম সবুজ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত সেই নৃশংস ঘটনায় নিহতদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত খুনি হাসিনা ও তার সন্ত্রাসী সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান, সাবেক ছাত্রনেতা এস. এম. খিজির হায়াত, অফিস সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, প্রচার সেক্রেটারি সাখাওয়াত হোসেন সুইট, বায়তুলমাল সেক্রেটারি হাবিবুর রহমান, পৌর আমির জাকারিয়া হোসেন এবং পৌর সেক্রেটারি রিপন হোসেনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিপুল সংখ্যক জামায়াত নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই দ্রুত ‘পল্টন হত্যাকাণ্ড’-এর বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন