জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে জার্মান এয়ারলাইন লুফথানসার একটি ফ্লাইট। কারণ মাঝ আকাশে এক ভারতীয় যাত্রীর আকস্মিক সহিংস আচরণের জন্য।
শিকাগো থেকে ফ্রাঙ্কফুর্টগামী ওই বিমানে ঘটনার সময় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
পুলিশ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যানুসারে, অভিযুক্ত যাত্রী প্রণিত কুমার উসিরিপল্লি (২৮) যুক্তরাষ্ট্রে বাইবেল বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। তিনি হঠাৎ বিমানে থাকা ১৭ বছর বয়সী দুই কিশোরের ওপর হাতে থাকা কাঁটা-চামচ দিয়ে হামলা চালান।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হামলার পরপরই কেবিন ক্রু সদস্যরা উসিরিপল্লিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু তিনি আরও উগ্র হয়ে ওঠেন এবং এক নারী যাত্রীকে থাপ্পড় মারেন।
এছাড়া একাধিক ক্রু সদস্যকে আক্রমণের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিমানের পাইলট ম্যাসাচুসেটসের বস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
বিমান অবতরণের পর স্থানীয় পুলিশ দ্রুত উসিরিপল্লিকে আটক করে। এ ঘটনায় তার যুক্তরাষ্ট্রে বসবাসের ভিসা বাতিল করা হয়েছে। ম্যাসাচুসেটস অ্যাটর্নি অফিস তার বিরুদ্ধে ‘বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে আকাশপথে শারীরিক আঘাতের’ অভিযোগ এনেছে।
পুলিশ জানিয়েছে, উসিরিপল্লি প্রথমে এক কিশোরের গলার দিকে কাঁটা চামচ দিয়ে আঘাতের চেষ্টা করেন এবং পরে পাশের আরেক কিশোরকেও আঘাত করেন। ক্রুরা তাকে থামাতে গেলে তিনি ‘আঙুল বন্দুকের’ ভঙ্গিমায় হুমকি দেন এবং যাত্রীদের ওপর হাত তোলেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের সব যাত্রী নিরাপদ আছেন এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
এই অপ্রত্যাশিত ঘটনাটি আন্তর্জাতিক আকাশপথে যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন