বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের বেতন-ভাতার বিল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এর তালিকা বুধবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে বলে জানা গেছে। এমনটা হলে আগামী ৬ নভেম্বরের মধ্যে শিক্ষকরা তাদের অক্টোবর মাসের বেতন-ভাতা পেয়ে যাবেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্রে এমন তথ্য জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতনের প্রস্তাব বুধবার (২৮ অক্টোবর) মন্ত্রণালয়ে পাঠানো হবে। বেতন-বিল অনুমোদনে কালক্ষেপণ না করলে আগামী ৬ নভেম্বরের মধ্যে তারা তাদের অক্টোবর মাসের বেতন-ভাতা পাবেন।’
ইএমআইএস সেলের সার্ভার বন্ধ প্রসঙ্গে ওই প্রোগ্রামার আরও বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় গঠিত বুয়েটের একদল ইঞ্জিনিয়ার সার্ভার পরীক্ষা করছেন। তাদের পরীক্ষা শেষ হলেই সার্ভার চালু হবে। চলতি সপ্তাহে সার্ভার চালুর সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে ইএমআইএস সেলের সার্ভার চালু হতে পারে।’
এদিকে ইএমআইএস সেলের সার্ভার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-কর্মচারীরা। ১৪ দিন ধরে সার্ভার অচল থাকায় নতুন এমপিও আবেদন করা যাচ্ছে না, আবার যাদের ইনডেক্স মুছে ফেলা প্রয়োজন তাদের কাজও আটকে আছে।
সার্ভার বন্ধ থাকার ফলে দেশের হাজারো শিক্ষক-কর্মচারী এখন বিপাকে পড়েছেন। এমপিওভুক্তির আবেদন করতে না পারায় অনেকের ফাইল ঝুলে আছে উপজেলা পর্যায়ে। আবার কারও ফাইল আঞ্চলিক অফিসেই রয়েছে। আবার যাদের ভুল ইনডেক্স বা নাম সংশোধনের কাজ চলছিল, তারাও অনিশ্চয়তায় পড়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন