বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৬:১৭ পিএম

উন্নত চুলার ল্যাব চালু করল ইডকল ও বুয়েট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৬:১৭ পিএম

ইডকল–বুয়েট আইডিভি ল্যাবরেটরি’ উদ্ভাবন। ছবি- রূপালী বাংলাাদেশ

ইডকল–বুয়েট আইডিভি ল্যাবরেটরি’ উদ্ভাবন। ছবি- রূপালী বাংলাাদেশ

ইডকল ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ যৌথভাবে ‘ইডকল-ডিসিএইচই, বুয়েট আইসিএস ল্যাবরেটরি’ উদ্বোধন করেছে। সোমবার (২৭ অক্টোবর) এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডকল-এর নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরসেদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ইডকল-এর নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেল এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. শোয়েব আহমেদ ও অধ্যাপক ড. মমিনুর রহমান। বুয়েটের শিক্ষক, শিক্ষার্থী ও ইডকল-এর সিনিয়র কর্মকর্তারাও অনুষ্ঠানে যোগ দেন।

নতুন ল্যাবরেটরিটি ইমপ্রুভড কুক স্টোভ ও ক্লিন কুকিং সল্যুশন সম্পর্কিত ISO19867-1:2018 মান অনুসারে বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য স্থাপিত হয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগার স্থাপনের প্রয়োজনীয়তা বিবেচনা করে ইডকল ও বুয়েট যৌথভাবে এই অত্যাধুনিক ল্যাবটি চালু করেছে। ভবিষ্যতে ISO সার্টিফিকেশন প্রাপ্তির পর, ল্যাবটি কার্বন ক্রেডিট নিবন্ধন প্রক্রিয়াকেও ত্বরান্বিত করবে, যা বাংলাদেশের ক্লিন কুকিং প্রকল্পগুলোকে বৈশ্বিক পরিসরে সুযোগ তৈরি করতে সহায়ক হবে।

এই উদ্যোগটি ইডকল-এর ইমপ্রুভড কুক স্টোভ প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যার লক্ষ্য ঘরের অভ্যন্তরীণ বায়ুদূষণ হ্রাস, জনস্বাস্থ্য উন্নয়ন এবং কার্বন নিঃসরণ কমানো। ২০১৩ সালে শুরু হওয়া এই প্রোগ্রামের আওতায় ইতোমধ্যে দেশে প্রায় ৪০ লক্ষাধিক চুলা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে আলমগীর মোরসেদ বলেন, ‘এই ল্যাবরেটরির উদ্বোধন আমাদের পরিচ্ছন্ন, নিরাপদ ও দক্ষ ক্লিন কুকিং সল্যুশন কর্মযজ্ঞে একটি নতুন অধ্যায় সূচনা করল।’

অধ্যাপক শোয়েব আহমেদ বলেন, ‘ইডকল-এর সঙ্গে এই গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রতিষ্ঠায় অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এটি শুধু পরীক্ষণ ও সার্টিফিকেশনকেই নয়, বরং পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তিতে গবেষণা ও দক্ষতা উন্নয়নকেও উৎসাহিত করবে।’

ইডকল টেকসই জ্বালানি সমাধানের মাধ্যমে দেশের জনগণকে সম্পৃক্ত করতে অঙ্গীকারবদ্ধ।

Link copied!