ময়মনসিংহের গৌরীপুরে পূর্বশত্রুতার জেরে তিন কৃষকের তিন একর জমির ধানখেত ঘাসনাশক (জঙ্গল মারার ওষুধ) দিয়ে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার ধান ও খড় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ছিলিমপুর গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন, আব্দুল কদ্দুছ, খায়রুল ইসলাম ও গোলাম মোস্তফা।
এ ঘটনায় কৃষক আব্দুল কদ্দুছ গত রোববার গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে তার ভাতিজা রুবেল মিয়া ও আরও তিনজন মিলে ধানক্ষেতে কিছু ছিটিয়ে দেয়। লাইটের আলো দেখে তারা পালিয়ে যায়। কয়েকদিন পর খেতের ধান কালচে ও হলুদ হয়ে ঝলসে যেতে থাকে।
স্থানীয় কৃষকদের ধারণা, ওই জমিতে ঘাসনাশক ছিটানো হয়েছে। এতে তিন কৃষকের প্রায় তিন একর জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। গৌরীপুর থানার ওসি মো. দিদারুল ইসলাম জানান, অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি আদালতে প্রেরণ করা হয়েছে। থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, ধানখেতগুলোতে বিষাক্ত পদার্থের প্রভাবে ধান ঝলসে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার আনজুম জলি জানান, খেতগুলোতে কোনো রোগবালাই বা কীটপতঙ্গের আক্রমণ নেই। কৃষকের অভিযোগ অনুযায়ী, ঘাস মারার ওষুধেই ফসল নষ্ট হয়েছে।
কৃষক আব্দুল কদ্দুছ আরও বলেন, তার ভাতিজা রুবেল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছে। সম্প্রতি তার গোয়ালঘর থেকেও দুটি গরু চুরি হয়েছে, যার মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।
অভিযুক্ত রুবেল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। রুবেলের মা রুকিয়া খাতুন জানান, ‘রুবেল দেড় মাস ধরে বাড়িতে নেই। আমাদের মধ্যেও জমি নিয়ে বিরোধ আছে, তবে ওষুধ কে দিয়েছে জানি না।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন