‘বকশিশ’ যেভাবে ঘুষে পরিণত হলো
অক্টোবর ৫, ২০২৫, ০৭:২৯ পিএম
‘বকশিশ’ শব্দটি সবার কাছেই পরিচিত। বাংলা একাডেমি অভিধান অনুযায়ী, এর অর্থ পারিতোষিক, পুরস্কার, উপহার কিংবা পাওনার অতিরিক্ত কিছু দেওয়া। অর্থাৎ কোনো ব্যক্তি তার পরিশ্রম বা দায়িত্বের বাইরেও কিছু পেলে সেটিকে বলা হয় বকশিশ। তবে এর একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, এটি স্বেচ্ছায় দেওয়া হতে হবে—চাপ প্রয়োগ করে নয়।
বকশিশ প্রথার ইতিহাস নিয়ে স্পষ্ট...