মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৪:৫৬ পিএম

মই বেয়ে যাতায়াত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৪:৫৬ পিএম

চলাচলের পথে প্রভাবশালীর দেওয়াল তাই মই বেয়েই যাতায়াত। ছবি- রূপালী বাংলাদেশ

চলাচলের পথে প্রভাবশালীর দেওয়াল তাই মই বেয়েই যাতায়াত। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরের বাসন থানাধীন মোল্লা মার্কেট এলাকায় ৬০ বছরের পুরোনো একটি চলাচলের রাস্তায় দেওয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় পাঁচটি পরিবারের বাসিন্দারা। বাধ্য হয়ে তারা এখন মই বেয়ে যাতায়াত করছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে মূল চলাচলের পথ হিসেবে ব্যবহার হয়ে আসছিল। হঠাৎ করে প্রভাবশালী একটি মহল জায়গাটি নিজেদের দাবি করে দেওয়াল তুলে দেয়। এতে বৃদ্ধ, নারী ও শিশুরা মারাত্মকভাবে চলাচল সংকটে পড়েছেন।

রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, স্কুলগামী শিশু এবং কর্মজীবী মানুষের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ।

গাজীপুরের বাসন থানার ভোগড়া এলাকার বাসিন্দা মো. হারুন অর রশিদ (৫৫) অভিযোগ করেন, প্রতিবেশী মোসা. কাজল আক্তার তিশা ও তার সহযোগীরা প্রায় পাঁচ ফুট প্রস্থের চলাচলের রাস্তা দখল করে দেওয়াল তুলেছেন। এতে তার পরিবারসহ আশপাশের কয়েকটি পরিবার কার্যত গৃহবন্দি অবস্থায় রয়েছে।

হারুন অর রশিদের দাবি, অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছেন। প্রায় ১৫ দিন আগে তারা রাস্তার ওপর প্রাচীর তুলে দেন, ফলে এলাকার অন্যান্য পরিবারের চলাচলও ব্যাহত হচ্ছে।

এ ঘটনায় তিনি বাসন থানায় লিখিত অভিযোগ করে নিরাপত্তা ও আইনগত সহায়তা চেয়েছেন। তবে জিএমপি বাসন থানার সহকারী উপ-পরিদর্শক কামরুল হাসান জানান, ‘উভয় পক্ষকে থানায় ডেকেছি।’

স্থানীয়রা দ্রুত দেওয়াল অপসারণ করে রাস্তাটি পুনরায় খুলে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!