বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৫:৪১ পিএম

যেসব আসন থেকে নির্বাচন করতে পারেন আসিফ ও মাহফুজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৫:৪১ পিএম

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও  মাহফুজ আলম। ছবি - সংগৃহীত

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। ছবি - সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে ছাত্রদের পক্ষ থেকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও নাহিদ ইসলাম। তাদের মনোনয়নেই পরে উপদেষ্টা হিসেবে যুক্ত হন মাহফুজ আলম। শুরুতে কোনো পদে না থাকলেও তথ্য উপদেষ্টার পদত্যাগের পর সিই (তথ্য ও সম্প্রচার) উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান তিনি।

উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেই নিজস্ব রাজনৈতিক দল গঠন করেন। তবে উপদেষ্টার পদে থেকেই আগেই নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্যদিকে, নির্বাচনে অংশ নেবেন কি না- এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি উপদেষ্টা মাহফুজ আলম। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, তিনিও আসন্ন জাতীয় নির্বাচনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ইসির নিয়ম অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা যাবে না। সেই নির্দেশনা মেনে আজ বুধবার (১০ ডিসেম্বর) পদত্যাগ করতে চলেছেন আলোচিত এই দুই উপদেষ্টা।

এর আগে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন জানিয়েছিল, বুধবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তবে আজ বিকেলে সিইসি এ এম এম নাসির উদ্দিন নিশ্চিত করে বলেন, আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করা হবে।

যে আসন থেকে নির্বাচন করতে পারেন আসিফ 

আগেই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে কোন আসন ও দল থেকে প্রার্থী হবেন- এ বিষয়ে এতদিন নীরব ছিলেন। আজ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এবিষয়ে আরও স্পষ্ট জানান, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন আসন বা দল থেকে নির্বাচন করব, সেটা পরে জানানো হবে।’

এনসিপিতে যোগ দেবেন কি না- এ প্রশ্নেও নীরব থাকেন তিনি। এনসিপি এখনো ঢাকা-১০ আসনে কোনো প্রার্থী দেয়নি। ফলে তিনি সেখান থেকেই লড়াই করবেন- এমন সম্ভাবনা দেখছে বিশ্লেষকরা। কিছুদিন আগে ধানমন্ডিতে নিজের ভোটার স্থানান্তর সম্পন্ন করেন তিনি, যা এ সম্ভাবনাকে আরও পরিষ্কার করে।

ভোটার স্থানান্তরের সময় তিনি বলেন, ‘আগামী নির্বাচনে ঢাকাই থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। নিশ্চিতভাবেই বলছি আমি নির্বাচন করবো।’

বর্তমানে ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম এবং জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট জসীম উদ্দিন। যদি এ আসন থেকে তিনি নির্বাচন করেন তবে তাদের বিরুদ্ধেই লড়তে হবে আসিফ মাহমুদকে।

নির্বাচন নিয়ে মাহফুজ আলমের ভাবনা

নির্বাচন ঘনিয়ে আসলেও এখনো নিশ্চিত করেননি উপদেষ্টা মাহফুজ আলম কবে এবং কোন দল থেকে প্রার্থী হবেন। তবে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে এনসিপি প্রার্থী না দেওয়ায় অনেকে ধারণা করছেন- তিনি সেখান থেকেই নির্বাচন করতে পারেন।

কেননা রামগঞ্জই তার জন্মস্থান। এর আগে সাংবাদিকদের সঙ্গে ককথা বলতে গিয়ে তার ভাই মাহবুব আলম জানিয়েছেন, মাহফুজ আলমের ইচ্ছা, রামগঞ্জ থেকেই নির্বাচন করা। এ এলাকার মানুষের পাশেই থাকবেন। 

এই আসনে দাঁড়িপাল্লায় প্রার্থী নাজমুল হাসান পাটওয়ারী এবং ধানের শীষ নিয়ে লড়বেন শাহাদাত হোসেন সেলিম। তাদের বিপক্ষেই প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে মাহফুজ আলমকে।

Link copied!