অন্তবর্তীকালীন সরকারের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
বুধবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
পোস্টে আবু হানিফ লেখেন, ‘বেশ কয়েকজন উপদেষ্টা ও তার পিএস এপিএসের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ ছিলো। কিন্তু দুদক তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘অভিযোগ রয়েছে ক্ষমতায় থেকে অনেক উপদেষ্টা সেই তদন্ত কে প্রভাবিত করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের সবশেষ অবস্থা জানতে চাই। অর্ন্তবর্তীকালীন সরকারের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন