আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেখান থেকে জানা যায়, ঢাকা-১১ আসন থেকে এনসিপির হয়ে ডা. তাজনূভা জাবীন সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নেবেন।
যার মধ্যে রয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী এবং মিরপুরের একটি অংশ নিয়ে গঠিত ঢাকা-১৭। এই আসনে জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাজনূভা।
এ ছাড়া ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।
এদিকে, ঢাকা-১১ আসনে লড়বেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা-১৮ আসনে লড়বেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। পঞ্চগড়-১ আসনে এমপি পদে লড়বেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম। কুমিল্লা-৪ আসনে লড়বেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
অন্যদিকে ঢাকার বাকি আসনগুলোর মধ্যে ঢাকা-১ আসনে মো. রাসেল আহমেদ, ঢাকা-৪ আসনে ডা. জাহিদুল ইসলাম, ঢাকা-৫ আসনে এস এম শাহরিয়ার, ঢাকা-৭ আসনে তারেক আহম্মেদ আদেল, ঢাকা-১২ আসনে নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-১৩ আসনে আকরাম হুসাইন, ঢাকা-১৫ আসনে অবসরপ্রাপ্ত মেজর মুহাম্মদ আলমগীর ফেরদৌস, ঢাকা-১৬ আসনে আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৭ ডা. তাজনূভা জাবীন, ঢাকা-১৯ আসনে ফয়সাল মাহমুদ শান্ত ও ঢাকা-২০ আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ এনসিপির হয়ে এমপি পদে লড়বেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন