আগামী ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের টুর্নামেন্টে ধারাভাষ্য ও উপস্থাপনায় এসেছে নতুন আঙ্গিক।
বিসিবি জানিয়েছে, এবার বিপিএলের উপস্থাপিকা হিসেবে থাকছেন পাকিস্তানের জয়নব আব্বাস ও ভারতের রিধিমা পাঠক। এছাড়া জয়নব আব্বাস কয়েকটি ম্যাচে ধারাভাষ্যও দেবেন।
ধারাভাষ্য প্যানেলে থাকছে দেশ-বিদেশের পরিচিত মুখ। পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা এবং ইংল্যান্ডের কিংবদন্তি ড্যারেন গফ ইতোমধ্যে নিশ্চিত হয়েছেন।
আইএল টি-টোয়েন্টি শেষে মার্ক নিকোলাস মরিসন ৫ জানুয়ারি বিপিএলে যোগ দেবেন। প্রথমবারের মতো বিপিএলে ধারাভাষ্য দিতে আসছেন ওয়াকার ইউনুস। এছাড়া পারভেজ মাহরুফ, শ্রীলঙ্কার সাবেক পেসার, অস্ট্রেলিয়ার জেমি কক্স এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রিককেও দেখা যাবে ধারাভাষ্যে।

বাংলাদেশি ধারাভাষ্যকারদের মধ্যে আছেন আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরি, মাজহার উদ্দিন অমি ও সমন্বয় ঘোষ। বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্র জানায়, এখন পর্যন্ত ১১ জনের ধারাভাষ্য প্যানেল চূড়ান্ত হয়েছে।
৩৪ ম্যাচের এই বিপিএল শুরু হবে সিলেটে। সিলেট ও চট্টগ্রামে সমান ১২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি ১০টি ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৪ ডিসেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন