বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৩:২০ পিএম

প্রিমিয়ার ব্যাংকের সাবেক পরিচালক ইমরান ইকবালের শেয়ার অবরুদ্ধের নির্দেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৩:২০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রিমিয়ার ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ ইমরান ইকবালের ৩৬ কোটি ২০ লাখ ৪৪ হাজার ৫০ টাকার শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

ইমরান ইকবাল প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবালের ছেলে। অবরুদ্ধ করা ১০টি প্রতিষ্ঠানের মোট ৩২ লাখ ২৪ হাজার ৫০০টি শেয়ার তার মালিকানাধীন।

দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দাখিল করা আবেদনে দুদক জানায়, ইমরান ইকবাল মোট ৪৫ কোটি ৭৩ লাখ ১০ হাজার ৩৯৭ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। তিনি ২০০৭-০৮ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত আয়কর নথিতে ৪৬ কোটি ৯৭ লাখ ৬৯ হাজার ৯১০ টাকা আয় এবং ৬ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৯৫০ টাকা ব্যয় দেখিয়েছেন।

পারিবারিক ব্যয় বাদ দিলে তার নিট আয় দাঁড়ায় ৪০ কোটি ৭০ লাখ ৯৬০ টাকা। দুদকের দাবি, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৩ লাখ ৯ হাজার ৪৩৭ টাকা মূল্যের সম্পদ তিনি অসাধু উপায়ে অর্জন করেছেন।

এই অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

দুদক আদালতে জানায়, তদন্তের প্রয়োজনে ইমরান ইকবালের অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর রোধ করা জরুরি। তার সব সম্পদ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, তাই নিজের নামে থাকা শেয়ার অন্যত্র সরিয়ে ফেলতে না পারেন সে কারণেই এগুলো অবরুদ্ধ করার আবেদন করা হয়।

আদালত আবেদন মঞ্জুর করে শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেন।

গত ২৫ নভেম্বর দুর্নীতির অভিযোগে এইচ বি এম ইকবল, ইমরান ইকবালসহ ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত।
 

Link copied!