২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেওয়ার পর আজ অনুষ্ঠিত হচ্ছে সাবেক সরকারঘনিষ্ঠ চার ব্যক্তির মামলার শুনানি।
তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালের তিন সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে শুনানি নেবেন। অন্যান্য সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
গত ৪ ডিসেম্বর আদালত অভিযোগ আমলে নিয়ে আজকের দিন ধার্য করেন। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। অন্য তিনজন- সালমান এফ রহমান, আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলক কারাগারে থাকা অবস্থায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজ তাদের আদালতে হাজির করা হয়েছে।
ট্রাইব্যুনালে জয় ও পলকের মামলা একসঙ্গে চলছে, যেখানে তিনটি অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ রয়েছে।
মামলার পরবর্তী নির্দেশনা ও শুনানির অগ্রগতি সম্পর্কে আজই ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দিবে বলে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন