ফিচার নিউজ বিভাগে আমরা তুলে আনি সমাজের অব্যক্ত গল্প, বাস্তব অভিজ্ঞতা, মানুষের ভেতরের কষ্ট বা সফলতার চিত্র। কখনো হাসি, কখনো চোখে জল এনে দেওয়া এমন গল্পের মধ্য দিয়ে পাঠক খুঁজে পান জীবনের গভীরতা। 'রূপালী বাংলাদেশ' আপনাকে শোনাবে সেই গল্প, যা সবাই জানে না—but জানার মতো।