শ্রমিক, কৃষক ও জেলেদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে বারবার হামলা ও মামলার শিকার হয়েছে গণঅধিকার পরিষদ—এমন অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান।
কুমিল্লায় (২৮ অক্টোবর) মেঘনা উপজেলার মানিকাচর বাজারে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ তোলেন।
নাজমুল হাসান বলেন, ‘আমরা বারবার রাজপথে দাঁড়িয়েছি শ্রমিক ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য। ক্রেতা যেন ন্যায্য দামে পণ্য পায়, বিক্রেতা যেন তার প্রাপ্য মূল্য পায়—সেই লক্ষ্যেই আমাদের আন্দোলন।’
তিনি বলেন, ‘দেশের দালাল ও সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা সম্ভব হচ্ছে না, যার ফলে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ছে।’
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আন্দোলনের প্রসঙ্গ টেনে নাজমুল হাসান বলেন, ‘রামপ্রসাদের চর, নলচর, চালিভাঙ্গা চর ও কাঠিয়ালা—মেঘনার প্রতিটি প্রান্তে অবৈধ বালু তোলা হচ্ছে। এই বালুখেকোরা নদী ধ্বংস করছে, কৃষক ও জেলেদের জীবন বিপন্ন করছে।’
তিন অভিযোগ করেন, ‘চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জও এই বালু সিন্ডিকেটের অন্যতম হোতা, যিনি স্থানীয় জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছেন।’ তিনি আল্টিমেটাম দিয়ে বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে তাকে প্রত্যাহার না করা হলে আমরা পুলিশ ফাঁড়ি ঘেরাও করব।’
তিনি আরও বলেন, ‘আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু জনগণের ক্ষতির বিনিময়ে কোনো প্রশাসনিক অনিয়ম সহ্য করব না।’
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে ভোটারদের সতর্ক করে ছাত্র অধিকার পরিষদের এই নেতা বলেন, ‘আপনার ভোটের আমানত বিক্রি করবেন না। ৫০০ বা ১০০০ টাকার বিনিময়ে ভোট দিলে আগামী পাঁচ বছর আপনাকেই তার ফল ভোগ করতে হবে।’
পল্লী বিদ্যুৎ বিভাগের অনিয়ম ও দুর্নীতির প্রতিও তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘খুঁটি বসাতে টাকা চাওয়া হচ্ছে, ট্রান্সফরমার মেরামতে ঘুষ নেওয়া হচ্ছে। সরকার আপনাদের বেতন দেয়, জনগণের সাথে খেয়ানত করার অধিকার কারও নেই।’
নাজমুল হাসান আরও বলেন, ‘আমি আপনাদের সন্তান, আপনাদের অধিকার আদায়ের জন্য জীবন দিতেও প্রস্তুত আছি।’
সমাবেশে গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


-20251028192446.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন