বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-২৬-এর আসন্ন আসরে পাকিস্তানের ৯ ক্রিকেটার অংশ নিতে পারছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদেরকে আনুষ্ঠানিক অনুমতি বা এনওসি দিয়েছে।
এনওসি পাওয়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, ইহসানউল্লাহ, হায়দার আলি, আবরার আহমেদ, খাজা নাফিস ও সালমান ইর্শাদ। বিপিএলের প্রায় সব দলের পাকিস্তানি ক্রিকেটাররা এতে খেলতে পারবেন।
উল্লেখযোগ্য হলো হায়দার আলি। গত সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। তদন্ত চলাকালীন তাকে সাময়িকভাবে ক্রিকেট থেকে বিরত রাখা হয়েছিল।
পরে ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত নয়, তাই তদন্ত বন্ধ করা হয়েছে। অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর হায়দার আলি এবার বিপিএলে ফিরছেন। তিনি পাকিস্তানের হয়ে ৩৫টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলেছেন।
তবে পাকিস্তানি ব্যাটার উমর আকমলকে এনওসি দেওয়া হয়নি। তিনি নিজেও জানেন না কেন অনুমতি দেওয়া হয়নি। এ কারণে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি হাতছাড়া হয়েছে তার।
বিপিএলের আসর শুরু হবে ২৬ ডিসেম্বর। উদ্বোধনী দিনে দুপুর ২টায় মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স, এবং সন্ধ্যা ৭টায় খেলবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়েলস।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন