একদিনে একই পরিবারের ৭ জনের দাফন, কাঁন্না থামছে না স্বজনদের
                          আগস্ট ৭, ২০২৫,  ১২:১৭ পিএম
                          একটি অসতর্ক মুহূর্ত কেড়ে নিল সাতটি জীবন। আর তাদের হারিয়ে নিস্তব্ধ হয়ে গেছে লক্ষ্মীপুরের একটি পুরো গ্রাম।
মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত একই পরিবারের সাত জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে বুধবার (৬ আগস্ট) বিকেলে। শোকে পাথর স্বজনেরা, আর গ্রামের আকাশ-বাতাস জুড়ে শুধুই আহাজারি।
নিহতরা হলেন—কবিতা আক্তার (২৪), তার মেয়ে মীম আক্তার (২), মুরশিদা...