শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৫:৪৩ পিএম

সবজির রাজধানী খ্যাত চরাঞ্চলে টমেটো খেতে মড়ক

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৫:৪৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ সদরের সবজির রাজধানী খ্যাত চরাঞ্চলে টমেটো খেতে মড়ক দেখা দিয়েছে। এতে গাছ মরে ঝরে পড়ছে আধাপাকা টমেটো। এমন পরিস্থিতিতে কৃষি কর্মকর্তাদের সহযোগিতা ও পরামর্শ না পাওয়ার অভিযোগ তুলেছেন কৃষকরা। টমেটো চাষে লাখ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন তারা।

সম্প্রতি জেলার সদরের বোররচর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের পাড়ের বিস্তৃত জমিতে টমেটো, বেগুন, শিম, লাউ, করলা ও কাঁচা মরিচের আবাদ হয়েছে। সর্বত্রই সবুজের সমারোহ। তবে বাম্পার ফলনের মাঝেই টমেটো খেতে দেখা দিয়েছে মড়ক। এ কারণে আধাপাকা টমেটো গাছ থেকে ঝরে পড়ছে। সেই টমেটো তুলে কৃষকরা ফেলে দিচ্ছেন। নানা ধরনের কীটনাশক ব্যবহার করেও মিলছে না সমাধান।

ওই গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘এ বছর ৭৭ শতাংশ জমিতে সাড়ে তিন লাখ টাকা খরচ করে টমেটো আবাদ করেছি। প্রথমবার চারা রোপণের পরই চারা মারা যায়। পরে আবার পুনরায় চারা রোপণ করি। গাছে ফলন এসে পাকতে শুরু করার সময় অজানা রোগে গাছ মরে যাচ্ছে, টমেটো ঝরে পড়ছে। কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শ কোনোটাই পাচ্ছি না। অন্তত পরামর্শ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারতাম। এবার যে ক্ষতি হয়েছে, আগামী পাঁচ বছরেও তা পুষিয়ে ওঠা সম্ভব হবে না।’

একই গ্রামের আরেক কৃষক আব্দুল আজিজ বলেন, ‘এ বছর আমি ১৬০ শতাংশ জমিতে টমেটো আবাদ করেছি। ফলন হয়েছিল চোখ ধাঁধানো। কিন্তু খেতের অধিকাংশ গাছ মরে গিয়ে টমেটো পড়ছে। এসব টমেটো ডোবায় ফেলে দিচ্ছি। টমেটো আবাদ করতে গিয়ে এখনো ৬ লাখ টাকা ঋণের মধ্যে রয়েছি। এসব বলেও লাভ নেই। আমার মতো সব কৃষকেরই একই সমস্যা। কী করব বুঝে উঠতে পারছি না।’

সদর উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী বলেন, ‘এ বছর চরাঞ্চলে এক হাজার ২০০ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। টমেটো গাছে মড়ক লেগেছে শুনেই আমরা চরাঞ্চলে গিয়েছি। খেত পরিদর্শন করে কৃষকদের নিয়ে সচেতনতামূলক আলোচনা করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, প্রতি বছর একই জমিতে শুধু টমেটো চাষ করার কারণেই এমনটি হতে পারে। কৃষকরা অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার করেন, যার কারণে মড়ক বাড়ছে। সেখানকার মাটি পরীক্ষা করে সুনির্দিষ্ট কারণ শনাক্তের চেষ্টা চলছে।’

ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এনামুল হক বলেন, ‘জেলায় এ বছর ২২ হাজার ৬০০ হেক্টর জমিতে সবজি আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ফলনও প্রত্যাশা অনুযায়ী হয়েছে। তবে সদর উপজেলার চরাঞ্চলে টমেটো গাছ মরে যাওয়ার খবর পেয়ে কৃষি কর্মকর্তাদের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কৃষকরা যদি বড় ধরনের ক্ষতির শিকার হন তাহলে সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!