শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৭:২৭ পিএম

বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে তীব্র সমালোচনার মুখে ফিফা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৭:২৭ পিএম

ফিফা সভাপতি। ছবি: সংগৃহীত

ফিফা সভাপতি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের টিকিটের দাম নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ফিফা। বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত ও নিয়মিত ম্যাচ-দেখা সমর্থকদের জন্য বরাদ্দ ‘পার্টিসিপেন্ট মেম্বার অ্যাসোসিয়েশন’ কোটা থেকে টিকিট কিনতে হলে দর্শকদের গুনতে হচ্ছে অস্বাভাবিক, ‘অবৈধভাবে বেশি’ অর্থ, যা নিয়ে ক্ষুব্ধ ফুটবলভক্তরা ফিফাকে টিকিট বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়েছে।

ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন তাদের পিএমএ টিকিটের মূল্য তালিকা প্রকাশ করে জানায়, আগামী ১৯ জুলাইয়ের ফাইনালের জন্য সবচেয়ে কম দামের টিকিটই পড়ছে ৪,১৮৫ মার্কিন ডলার (প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা)। এই বরাদ্দ সাধারণত সেইসব দর্শকদের জন্য, যারা নিয়মিত দেশের ম্যাচগুলোতে অংশ নেন।

ফুটবল সাপোর্টার্স ইউরোপ (FSE) এ মূল্য নির্ধারণকে বলেছে ‘বিশাল এক বিশ্বাসঘাতকতা’। তাদের অভিযোগ—গত বিশ্বকাপ কাতারের তুলনায় এবার শুরু থেকে ফাইনাল পর্যন্ত পিএমএ কোটা ধরে সব ম্যাচ দেখার জন্য খরচ পড়বে প্রায় ৬,৯০০ ইউরো (৮,০০০ মার্কিন ডলার), যা আগের তুলনায় পাঁচ গুণ বেশি।

এফএসইয়ের বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপের ঐতিহ্য এবং সমর্থকদের ভূমিকা সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। এটি গ্রহণযোগ্য নয়।

সংগঠনটি ফিফাকে অবিলম্বে পিএমএ টিকিট বিক্রি স্থগিত করতে, সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে এবং টিকিটের মূল্য-বিতরণ পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে।

ইংল্যান্ড-স্কটল্যান্ডসহ নানা দেশের সমর্থকদের ক্ষোভ

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তাদের সমর্থক ক্লাবকে জানায়, শুধু সবচেয়ে কম দামের টিকিট ধরে শুরু থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ দেখতে হলে খরচ পড়বে ৭,০২০ মার্কিন ডলার।

ইংল্যান্ডের সমর্থক সংগঠন ‘ফ্রি লায়নস’ এটিকে বলেছে ‘অবিশ্বাস্যরকম বাড়তি মূল্য’, যা সাধারণ সমর্থকের নাগালের বাইরে চলে গেছে।

স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনও তাদের মূল্য তালিকা প্রকাশ করেছে।

  • হাইতির বিপক্ষে ম্যাচ: টিকিট ১৮০–৫০০ ডলার
  • মরক্কোর বিপক্ষে ম্যাচ: ২২০ ডলার থেকে
  • ব্রাজিলের বিপক্ষে ম্যাচ (মায়ামি): সর্বনিম্ন ২৬৫ ডলার
  • এ ছাড়া ফাইনালের টিকিটের মূল্যও ক্রোয়েশিয়ার মতোই নির্ধারিত হয়েছে।

সাধারণ বিক্রি শুরু, কিন্তু দাম এখনো ‘স্থির’ নয়

এদিকে বৃহস্পতিবার বিকেল ৪টায় (যুক্তরাজ্য সময়) ফিফা সাধারণ দর্শকদের জন্য টিকিটের লটারি–ভিত্তিক বিক্রি শুরু করেছে। যে-কেউ ১৩ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। বিক্রয় মেয়াদ শেষে জানা যাবে কে কোন টিকিট পেয়েছেন, এবং তখনই কেটে নেওয়া হবে টাকা।

তবে আগের উইন্ডোতে বিক্রি হওয়া টিকিটগুলো ছিল ‘ডাইনামিক প্রাইসিং’-এ, অর্থাৎ চাহিদা-সরবরাহ অনুযায়ী দাম ওঠানামা করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!