নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এর ফলে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা।
শুক্রবার কক্সবাজারে টস জিতে আগে ব্যাট করে মাত্র ৮৪ রানে অলআউট হয় স্বাগতিক বাংলাদেশ। ইনিংসে শুরু থেকেই ব্যাটিং ধস নামে। ১৪ রানে ওপেনার মায়মুনা নাহার আউট হওয়ার পর একে একে ফিরেছেন জান্নাত, সাদিয়া ইসলাম, ফারজানা ইয়াসমিন ও সুমাইয়া আক্তার।
মাত্র ৩১ রানে ৫ উইকেট হারানোর পর হাবিবা ইসলাম ও সাদিয়া আক্তারের ২২ রানের জুটি ইনিংস কিছুটা সামাল দেয়। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান আসে সাদিয়ার ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে বারিরাহ সাইফ নেন ৩ উইকেট এবং রোজিনা আকরাম নেন ২ উইকেট।
টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই উইকেট হারালেও পাকিস্তানের জয়ে তেমন প্রভাব পড়েনি। দ্বিতীয় উইকেটও দ্রুত হারায় তারা—রানআউটে ৮ বলে ১০ রান করা রাহিমা সাঈদ ফেরেন। এরপর কমল খান ও আকসা হাবিব ৩৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের এগিয়ে দেয়। আকসা ২১ রানে আউট হন, কমল খান ফেরেন ২৫ রানে।
শেষদিকে ফিজা ফায়াজ ও আরিশা আনসারি অপরাজিত থেকে সহজেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১৮ বল বাকি থাকতে ৪ উইকেট হাতে নিয়ে লক্ষ্য পূরণ করে পাকিস্তান।
এই পরাজয়ের ফলে সিরিজ জয় হাতছাড়া হলো বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ মেয়েদের।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন