চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রাত পৌনে ৯টার দিকে জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন।
শায়রুল কবির খান জানান, সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। সংবাদ সম্মেলনের উদ্দেশ্য হলো দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে দলীয় অবস্থান ও পরবর্তী কর্মসূচি প্রকাশ করা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন