পোড়া ভবনটির দিকে তাকিয়ে কাঁদছে শিক্ষার্থীরা
আগস্ট ৩, ২০২৫, ০৩:০১ পিএম
দুই সপ্তাহ আগে যেখানে ছিল ছোট্ট শিশুদের আনাগোনা, গুটি গুটি পায়ে দুরন্তপনা, ক্লাসে ছিল পাঠদান, ছিল শিক্ষক-ছাত্রের মিলনমেলা। সেখানে যন্ত্রদানব যুদ্ধবিমান আছড়ে পড়ে পুড়েছে বহু দেহ, নিশ্চিহ্ন হয়েছে বহু স্বপ্ন। সেখানকার বাতাসে এখনো পোড়া গন্ধ। তবে সেই ক্ষতস্থানটি এখন টিনে ঢাকা। আর সেই টিনের উপরে টানানো শহীদদের ছবি সম্বলিত একটি ব্যানার। ব্যানারে পুড়ে মারা যাওয়াদের ছবির দিকে তাকিয়ে...