ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল চাঁদাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে অর্জিত অর্থ ব্যবহার করে ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, প্রতিপক্ষ ভোটকেন্দ্রে যেতে বাধা দিতে পারে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে খুলনা জেলা স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাদ্দাম আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সহিংসতা ও দলীয় অন্তর্কোন্দলে দেশে ইতোমধ্যে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। তিনি প্রশাসনের নিরপেক্ষতাকেও প্রশ্নবিদ্ধ করেন এবং বলেন, প্রশাসন শক্তিশালী পক্ষের দিকে ঝুঁকে পড়ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি।
তিনি মিডিয়া নিয়ন্ত্রণ ও সংবাদ প্রকাশে চাপ সৃষ্টির বিষয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান। পাশাপাশি ব্যাংকিং খাতে দুর্নীতি, সিন্ডিকেট ও ঋণখেলাপিদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ঘোষণা দেন, জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে এসব সিন্ডিকেট ভেঙে দেবে। তিনি নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচন তপশিলকে স্বাগত জানান এবং নির্ধারিত সময়মতো নির্বাচন সম্পন্নের প্রতি আস্থা প্রকাশ করেন।
ফাইনালে দৌলতপুর থানার ১ নম্বর ওয়ার্ড ও খালিশপুর থানার ৯ নম্বর ওয়ার্ড মুখোমুখি হয়। টসে জিতে ফিল্ডিং নেয় খালিশপুর। নির্ধারিত ১২ ওভারে দৌলতপুর ৯৭ রানে অলআউট হয়। জবাবে খালিশপুর ৯ উইকেটে জয় অর্জন করে। খালিশপুরের নাহিদ ম্যাচসেরার পুরস্কার পান। বিজয়ী দলকে দেওয়া হয় ১৫ হাজার টাকা ও ট্রফি, রানারআপকে ১০ হাজার টাকা ও ট্রফি। সকল খেলোয়াড়কে মেডেল প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান ও মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। সভাপতিত্ব করেন যুব বিভাগের মহানগরী সভাপতি মুকাররম আনসারী এবং পরিচালনায় ছিলেন সেক্রেটারি হামিদুল ইসলাম খান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন